ইবি প্রতিনিধিঃ বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার সকাল ১০টায় দোষীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর্যালের পাদদেশে বৃহত্তর বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীকে প্রতিবাদী লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। শিক্ষার্থী মোঃ ইব্রাহিম এর সঞ্চালনায় সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির সাধারন সম্পাদক আমিরুল মোমেনীন আরিফ,অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে এই মামলায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রিতম মজুমদার,
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














