কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে বুধবার বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরীর দ্বিতীয় তলায় শহীদ জননী জাহানারা ইমামের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনুর সভাপতিত্বে ও অধ্যাপক মনিরা হোসেন মেরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ হোসেন, নাগরিক কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন, কয়া ইউনিয়ন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও যুদ্ধাপোরাধীরা এখনও ক্ষান্ত হয়নি। গোপনে তারা বিভিন্ন সংগঠন গড়ে তুলছে।সকল মুক্তিযোদ্ধাদের এবিষয়ে সতর্ক থাকতে হবে। যুদ্ধাপোরাধীদের বাংলার মাটিতে শুরু হয়েছে, ওদের বিচার বাংলার মাটিতেই হবে।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














