কুষ্টিয়া প্রতিনিধি ॥ গত শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য-অনুরাগী সাবেক প্রধান শিক্ষক প্রয়াত ওয়ারেশ হোসেন স্যারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ২০শে এপ্রিল ২০১৯ তারিখে বাধ্যক্ষ জনিত কারনে সকলের প্রানপ্রিয় ওয়ারেশ হোসেন স্যার মৃত্যুবরন করেন।

স্কুলের প্রাক্তন ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: শাহ্ আজম শান্তনুর সভাপতিত্তে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা পরির্ষদের সভাপতি এডভোকেট অনুপ কুমার নন্দী, প্রধান শিক্ষক নীলিমা আক্তার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডীন ড. সরোয়ার মুর্শেদ রতন, চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ওয়ারেশ স্যারের কন্যা শিরিন আখতার। উক্ত স্মরণ সভার মূখ্য আলোচক ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মিলন সরকার।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মওলানা মো: রফিকুল ইসলাম। আতিক আল হেলাল ও কাজল তালুকদারের সম্পাদনায় ওয়ারেশ স্যারের নামে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়, স্মরণ সভার শুরুতে উক্ত স্মারক গ্রন্থটি প্রধান অতিথি তা উন্মোচন করেন।

প্রধান অতিথি কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী তার বক্তব্যে বলেন, কৃতি ব্যক্তিগন জন্মগ্রহন করেন কম, তার মত সৎ ও নিষ্ঠবান শিক্ষকের বড়ই অভাব। তিনি ছিলেন একজন কঠোর প্রশাসক ও প্রতিষ্ঠানের কর্ণধর। শিক্ষা প্রতিষ্ঠান মানেই ওয়ারেশ হোসেন এমনটিই ছিল তৎকালীন সময়ে। তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষক ছাড়া আদর্শ জাতি গড়ে উঠতে পারেনা। বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকার মুল্যালন করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এছাড়াও তার স্মৃতি বিজরিত অনেক কথা তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
স্মরণ সভার সভাপতি স্কুলের প্রাক্তন ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: শাহ্ আজম শান্তনু বলেন, মহৎ প্রান ব্যক্তিগন কখনো মৃত্যুবরন করেন না। শিক্ষার জগতে তিনি ছিলেন একজন আলোক বর্তিকা, তিনি সমাজকে আলোকিত করতে চেয়েছিলেন।আতিক আল হেলালের উপস্থানায় সর্বপ্রথমে কাজল তালুকদার স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি মহোদয়গন ওয়ারেশ স্যারের ত্রিশ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতি বিজরিত অনেক কথা তুলে ধরেন উপস্থিত সকলের সামনে।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদৈর মধ্যে থেকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী তার স্মৃতি চারন করেন, তাদের মধ্যে তৌদিুল ইসলাম জামাল, আক্তার হোসেন ফিরোজ, শিক্ষক ও সাংবাদিক কে এম শাহীন রেজা, সাংবাদিক ইব্রাহিম খলিল, খাইরুল ইসলাম, কাজী সাইফুদ্দিন বাপ্পী, জুঁই খাতুন, সুমন হাসান, আব্দুস সিদ্দিক, মামুন আল মাসুদ, চৌধুরী নাজমুল পারভেজ, নাইমুদ্দিন লিটন, ইলিয়াস হোসেন, আবু আকরাম, শামীম মুসা, রমেশ চন্দ্র দত্তসহ আরোও অনেকে প্রাক্তন শিক্ষার্থী। সকেলই ওয়ারেশ স্যারের স্মৃতিময় দিনগুলির কথা তুলে ধরেন।
কে এম শাহীন রেজা
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














