ঢাকা, রোববারঃ একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ’র মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বরেণ্য এই নাট্যকার রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী অধ্যাপক মমতাজউদদীন আহমদকে একাধারে দেশের একজন প্রখ্যাত নাট্যকার, নাট্যগবেষক-শিক্ষক, নির্দেশক, অভিনেতা, ভাষাসৈনিক ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে বর্ণনা করে।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে