মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারে ১৩ নম্বর স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর প্রায় দুই কিলোমিটার অংশ।

গতকাল মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১৩তম স্প্যানটি বসানোর প্রস্তুতি নেয়া হলেও সময় স্বল্পতার কারণে সম্ভব না হয়নি। তাই আজ সকাল থেকেই স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হয়। এর আগে ৬ মে ১২তম স্প্যানটি বসানো হয় সেতুর ২০ ও ২১ নাম্বার পিলারের ওপর।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় সেতুর প্রথম স্প্যান। এরপর পর্যায়ক্রমে বসানো হয় সেতুর ১২টি স্প্যান। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে