কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে।
সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমী চত্তরের নজরুল স্মৃতি স্তম্ভ চেতনায় নজরুলে পুস্পস্তবক অর্পন করা হয়।এ সময় জেলা প্রশাসন, নজরুল পরিষদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে।জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মু. আসাদুজ্জামান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও নজরুল প্রেমীগণ উপস্থিত ছিলেন।
অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাইফ উদ্দিন রনি
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














