বছর দুই আগে অ্যাবোটের একটি বাউন্সারে আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পরেছিলেন ফিলিপ হিউজ। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঘুরে ফিরে চলে এলো সে কথা। কারণ এদিন তাসকিন আহমেদের একটি বলে মারাত্মকভাবে আহত হয়েছেন সোহরাওয়ার্দি শুভ। ভিক্টোরিয়া-আবাহনীর গুরুত্বপূর্ণ ম্যাচে এ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।

ইনিংসের ২৫তম ওভারে বোলিং করছিলেন তাসকিন আহমেদ। এ সময় ব্যাটিং করছিলেন সদ্যই উইকেটে নামা শুভ। ওভারের তৃতীয় বলটি বাউন্সার মনে করে কিছুটা নিচু হয়েছিলেন শুভ। কিন্তু দুর্ভাগ্য তার বল ততটা উঁচু হয়নি। উল্টো তার মাথার নিচের ডান কানের পিছনের দিকে বিপজ্জনক জায়গায় লাগে। সঙ্গে সঙ্গেই তিনি লুটিয়ে পড়েন। তবে তিনি জ্ঞান হারাননি।

সঙ্গে সঙ্গেই তাকে মাঠ থেকে স্ট্রাচারে করে বাইরে আনা হয়। এরপর বিসিবির কর্মরত ডাক্তাররা তাকে পরীক্ষা নিরীক্ষার করেন। এরপর দ্রুতই তাকে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকার মাঠে এর আগে নব্বই দশকের মাঝামাঝি ফিল্ডিংয়ের সময় মাথায় বল লেগে দুই দিন পর প্রাণ হারান ভারতীয় টেস্ট ক্রিকেটার রমন লম্বা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে