স্বজন-সর্বস্তরের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরী। বনানী কবরস্থান শেষ ঠিকানা হল শেখ ফজলুল করিম সেলিমের আদরের এই দৌহিত্রের। শেষকৃত্যে বাবা-মা অনুপস্থিত থাকলেও প্রিয় জায়ানকে শেষবারের মতো দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বনানী কবরস্থানে ১৫ই আগস্টে নিহতদের কবরের পাশে শেষ ঠিকানা হলো শিশু জায়ানের।
বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স চিকিৎসাধীন কলম্বোতে, মাও আছেন সেখানেই। শেষকৃত্যে পাশে ছিলেন নানা শেখ ফজলুল করিম সেলিম। এর আগে, চেয়ারম্যান বাড়ি মাঠে হয় জায়ানের জানাজা। সেখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন সর্বস্তরের জনতা। বেলা আড়াইটায় জায়ানকে শেষবারের মতো দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পরিবারের সদস্যদের সমবেদনা জানা তিনি। শ্রীলঙ্কা এয়ারের একটি ফ্লাইটে বেলা পৌনে একটায় শাহজালাল বিমানবন্দরে আসে জায়ানের মরদেহ। সেখান থেকে মরদেহ নেয়া হয় প্রিয় নানার বাড়িতে।
এখানেই কেটেছে জায়ানের জীবনের বেশিরভাগ সময়। যে বাড়ি এক সময় মেতে থাকতো তার দুরন্তপনায়, স্বজনদের সঙ্গে শোকে মুহ্যমান সেবাড়ির আঙিনাও।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














