শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। কিছুক্ষণ আগে জায়ানের মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা এয়ারের ফ্লাইট।

বিমানবন্দরে শেখ সেলিমসহ পরিবারের সদস্যরা জায়ানের মরদেহ গ্রহণ করেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাদ আসর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা শেষে জায়ানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।এদিকে, রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার দিনই জায়ানের বাবা আহত মশিউল হক চৌধুরী প্রিন্সের দুই পায়ে অস্ত্রোপচার হয়েছে।শেখ সেলিম মঙ্গলবার সাংবাদিকদের জানান, অস্ত্রোপচারের পর থেকে কথা বলতে পারছেন মশিউল।

চিকিৎসকেরা জানান, তাকে ৭২ ঘণ্টা আইসিইউতে থাকতে হবে। বোমার আঘাতে মশিউলের কিডনি, লিভার, পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে