বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মো. গিয়াস উদ্দিন কাবুল (৬৮) এর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, গিয়াস উদ্দিন কাবুল ছিলেন একজন দায়িত্বশীল ও নীতিবান আইনজীবী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাঁকে ২০০৯ সালে বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করে। নিয়োগ পাওয়ার পর থেকে একটানা দশ বছর তিনি অত্যন্ত সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করেছেন।
শোকবার্তায় আইনমন্ত্রী গিয়াস উদ্দিন কাবুলের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য তিনি গত শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














