কুষ্টিয়া প্রতিনিধিঃ জাতীয় জাদুঘর এর আওতাধীন সাংবাদিক কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর কতৃক আয়োজিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১২৩তম তিরোধান দিবস বৃহস্পতিবার বিকালে পালিত হলো মিউজিয়ামের নিজস্ব মিলনায়তনে ।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে ও মুনিরা বেগম মেরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক কাজী আখতার হোসেন। প্রধান আলোচক ছিলেন গবেষক, লেখক ড. আমানুর আমান। আলোচক ছিলেন কবি, কথাশিল্পী, গবেষক সোহেল আমিন বাবু ও কবি, প্রাবন্ধিক ও নাট্যকার লিটন আব্বাস।

বিশেষ অতিথি ছিলেন কাঙাল হরিনাথ স্মৃতি রক্ষা পরিষদের সাবেক সম্পাদক নন্দগোপাল বিশ্বাস, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিক, কুমারখালী কলেজের প্রভাষক মাসুদ রানা, কবি, প্রাবন্ধিক রুহুল আযম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের প্রদর্শক (প্রভাষক) সৈয়দ এহসানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আখতার হোসেন বলেন, সংষ্কৃতির তীর্থভূমি কুমারখালীকে প্রতিষ্ঠিত করেছে কিংবদন্তি এই সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার। তিনি গ্রামবার্ত্তা প্রকাশিকার মাধ্যমে শোষিত শ্রেণীর মানুষের সংবাদ পরিবেশন করে গ্রাম সংবাদের ইতিহাস সৃষ্টি করেছেন সে সময়।প্রধান আলোচক ড. আমান বলেন, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার কে বিশ্বের দরবারে পৌছাঁতে ইংরেজি ভার্সনে কাঙাল হরিনাথ মজুমদারের সৃষ্টি, সমাজমনষ্কতা ও নিষ্পেষিত মানুষের কণ্ঠস্বর গ্রামবার্ত্তা পত্রিকা সেই ১৮৭৩ সালে সারা বাংলায় আলোড়ন ও জাগরণ তুলেছিল যা শোষিত সমাজকে অত্যচার, নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথের বংশধর গীতা মজুমদার, কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয়েলর শিক্ষক ও ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও কলামিস্ট কে এম সিদ্দিকুর রহমান, সাংবাদিক দীপু মালিক,কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, কুমারখালী উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শরীফুল ইসলাম, সাংবাদিক আবু দাউদ রিপন, আরকে জামান রিপন, বার্তা টিভির এমডি খান আতাউর রহমান সুজন,সাংবাদিক হুমায়ুন কবির সাংবাদিক এম এ ওহাব, সাংবাদিক সাহেব আলী,বার্তা টিভির ক্যামেরা পার্সন সাকিব ফারহান প্রমুখ। আলোচনার পর দ্বিতীয় পর্বে কাঙাল হরিনাথের গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানর পরিবেশন করে কুমারখালী সংগীত বিদ্যালয়। সংগীত পরিবেশন করেন মানিক, রেজা, মুন্সি মাহমুদ হোসেন মানু প্রমুখ।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














