আসন্ন রমজানে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে। সেহেরি ও ইফতারের সময়ও কোন ঘাটতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী। বিকেলে, বিদ্যুত ভবনে ব্যবসায়ী ও বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র আহমদ কায়কাউস জানান, কারিগরী ত্র“টির কারনে কোথাও যদি লোডশেডিংয়ের প্রয়োজন হয়, তাহলে আগেই সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে তা জানিয়ে দেয়া হবে।

আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদা এবং এর বিতরণ ব্যবস্থা নিয়ে রাজধানীর ব্যবসায়ী নেতা এবং বিদ্যুৎ ও জ্বালানী বিভাগের প্রতিনিধিদের সাথে বৈঠক করে বিদ্যুৎ মন্ত্রণালয়। বিকেলে, বিদ্যুত ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক ই ইলাহী জানান, রমজানে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে। সেহেরি ও ইফতারের সময় কোন রকম বিভ্রাট হবে না।রোজার মাসে সাড়ে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে জানিয়ে তিনি বলেন, এই চাহিদা মেটাতে সক্ষম বিদ্যুৎ বিভাগ। এ সময় বিদ্যুৎ সাশ্রয়ে নির্দিষ্ট সময়ে শপিং মল বন্ধ করাসহ ইফতারের সময় এসি ও লাইট কম ব্যবহারের আহবান জানান প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস বলেন, রমজানে কারিগরি ত্রুটির কারণে কোথাও যদি লোডশেডিংয়ের প্রয়োজন পড়ে,তবে তা আগেই জানিয়ে দেয়া হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি।

তথ্যঃ বৈশাখী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে