বৈশাখকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে ব্যাপক প্রস্তুতি। তুলির আঁচড়ে নানা রঙে প্ল্যাকার্ড, মুখোশ আর মাটির পাত্রে বৈচিত্র্যময় লোকজ চিত্র তুলে ধরছেন শিক্ষার্থীরা।
কাগজ দিয়ে তৈরি করছেন ফুল, ফল, পাখি, গাছ, মাছ, বাঘ ও পেঁচা। এছাড়াও বর্ণিল কারুকাজে তৈরি হচ্ছে মুখোশ, কাঠ আর বাঁশের শিল্পকাঠামো। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি হিসেবে এবারও থাকছে হাতি ঘোড়ার বড় শিল্পকাঠামো। অর্থ সংগ্রহ করতে শিক্ষার্থীরা বিক্রির জন্য বানাচ্ছেন বাঘ ও প্যাঁচার মুখোশ, অঙ্কিত সরা, কাগজের পাখি।
এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে লোকজ অনুষঙ্গের বিশালাকার আটটি মোটিফ। মস্তক তুলি অনন্ত আকাশে কবিগুরুর কবিতা থেকে নেয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রার এ বছরের প্রতিপাদ্য।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ