ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল শনিবার সকালে অনুষদ ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়। দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, যিনিই আমাদের জীবন দান করেছেন তিনিই আমাদের মৃত্যু নিশ্চিত করেছেন।

মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরীর স্মরণে তিনি বলেন, মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরী খুব অসময়েই আমাদের ছেড়ে চলে গেছেন তাঁর এই মৃত্যুতে আমরা সবাই ব্যথিত ও মর্মাহত। তিনি একজন স্বজন, সদাহাস্য ও সদালাপী মানুষ ছিলেন। তিনি তাঁর ব্যবহার, আচার-আচরণের কারনে সকলের কাছে সার্বজনীন ভালোবাসার মানুষ ছিলেন। মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরীর স্মরণে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, তিনি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন কিন্তু যুগের আধুনিকতাকে পরিহার করে নয়। তিনি ছিলেন বাস্তববাদী মানুষ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং যেকোন বিপদ-আপদে মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরীর পরিবারের পাশে থাকবার কথা পূর্ণ্যব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ ওয়লী উল্লাহ। এছাড়া বিভিন্ন স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, প্রফেসর ড. মোঃ গোলাম মাওলা, প্রফেসর ড. মোঃ আব্দুল কাদের, মরহুম প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম নূরীর জামাতা প্রফেসর ড. মোঃ কামরুল হাসান ও ড. মোঃ আজগর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. ইয়াকুব আলী, প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান।
ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














