মালয়েশিয়ার নাগরিকদের অভিযোগের সূত্র ধরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১১২ জন অবৈধ কর্মী আটক করা হয়েছে। আটককৃতদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে গ্রেফতার হিসেবে দেখিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার সকাল থেকে বিদেশি শ্রমিকদের ব্যবসাস্থলে অভিযানে মালয়েশিয়ার ডেপুটি হোম মিনিস্টার দাতুক আজিজ জামমান ও ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক খায়রুল দাজামি দাউদ অংশ নেন। অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি পুলিশ ও সিটি কর্পোরেশন যোগ দেয়।

এ সময় মিয়ানমারের ৪৬ জন এবং ৬৬ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি আছেন, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

অভিবাসন বিভাগের প্রধান খায়রুল দাজামি গণমাধ্যমকে বলেন, স্থানীয় পত্রিকা এবং আমাদের দেশের জনগণের অভিযোগের ভিত্তিতে জানতে পারি এখানে বিদেশিদের দ্বারা ব্যবসা-বাণিজ্য পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে বসবাস করছে। এই অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে