বিআরটিএ’র দুর্নীতিমুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন, শুধু দালাল নয়, দুর্নীতির সঙ্গে বিআরটিএ’র কর্মকর্তারাও জড়িত।

শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ পরিচালিত সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

এসময় মন্ত্রী আরো বলেন, ঈদে যানজট নিরসনে ১৪টি স্পটে পুলিশের পাশাপাশি এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। এছাড়া, যে কোন অবস্থায় রাস্তা দখলমুক্ত করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে