বিআরটিএ’র দুর্নীতিমুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন, শুধু দালাল নয়, দুর্নীতির সঙ্গে বিআরটিএ’র কর্মকর্তারাও জড়িত।
শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ পরিচালিত সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এসময় মন্ত্রী আরো বলেন, ঈদে যানজট নিরসনে ১৪টি স্পটে পুলিশের পাশাপাশি এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। এছাড়া, যে কোন অবস্থায় রাস্তা দখলমুক্ত করা হবে।