ঢাকার রাস্তা আর যানজট। যেন এক দুঃস্বপ্নের নাম। সেই সঙ্গে রমজান, ঈদবাজার। তাই ভয়াবহ দু:শ্চিতায় রাজধানীবাসী। বিশেষজ্ঞরা যত্রতত্র পার্কিং ঠেকানোসহ ফুটপাত দখলমুক্ত রাখার ওপার জোর দিয়েছেন। রমজানে যানজট সহনীয় রাখতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলো ডিএমপি।

বিভিন্ন পরিসংখ্যান বলছে, দেড় থেকে পৌনে দুই কোটি মানুষের বসবাস আর সাড়ে তিনশ বর্গকিলোমিটার আয়তনের মেগাসিটি ঢাকা। একটা আদর্শ শহরের জন্য রাস্তার প্রয়োজন ২৫ শতাংশ সেখানে ঢাকায় রয়েছে মাত্র ৮ শতাংশ। আবার এর মধ্যেই বেদখল থাকে প্রায় ৩০ ভাগ রাস্তা।

বিআরটিএর হিসেব বলছে, ঢাকায় বর্তমানে মোট যানবাহনের সংখ্যা প্রায় ১০ লাখ। অর্থাৎ এসব যানবাহনের জন্য রাস্তা বরাদ্দ রয়েছে মাত্র সাড়ে পাঁচ ভাগ। ফলে যে যানজট সৃষ্টি হয় তা দুঃস্বপ্নের মত। আর রমজানে এর মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। এদিকে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলছেন, এবারের রমজানে ইফতারসহ নানা কারণে যাতে রাস্তা দখল না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে পরিবহন বিশেষজ্ঞ ড. এস এস সালেহউদ্দিন বলছেন, যানজট ঠেকাতে রমজানের শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
পাশাপাশি তারা বলছেন, রমজানকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে যাতে নতুন করে কোনো রিক্সা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

ঢাকার যানজট প্রতিদিনের অন্যতম মাথা ব্যথার কারণ। তাই বিশেষজ্ঞরা বলছেন, অন্তত রমজানের একমাস নগরবাসীকে যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে হলে ঢাকার সবগুলো রাস্তার পার্কিং ঠেকানোর পাশাপাশি দখলমুক্ত রাখতে হবে সবগুলো ফুটপাতকেও। এ জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেবাদানকারী সবগুলো প্রতিষ্ঠানকেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে