পুরো চট্টগ্রাম মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। সকালে নগরীর পাঁচলাইশ ও মেডিকেল চত্বর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশের এমন কার্যক্রমে খুশি নগরবাসীও।

প্রায় ৬৫ লাখ মানুষের বসবাস ১৬১ বর্গ কিলোমিটারের বন্দরনগরী চট্টগ্রামে। এ শহরে প্রতিনিয়ত ঘটছে নানা ধরণের অপরাধ। কোনটির অপরাধীরা সাজা পান আবার কোনটির অপরাধীরা প্রমাণের অভাবে চিহ্নিতই হয় না। এসব সমস্যা দূর করতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর ও পাঁচলাইশ এলাকায় ১৬টি নুতন সিসি ক্যামেরা বসানো হয়। পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে থাকা ৩৬টি ক্যামেরা সচল করা হয়েছে। নগরীতে লাগানো মোট ৫২টি সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত হবে কন্ট্রোল রুমের মাধ্যমে।

সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন ও পুলিশ সেবা সপ্তাহের কর্মকান্ড পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। এসময় তিনি বলেন, খুব শিগগিরি পুরো চট্টগ্রাম মহানগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।

এদিকে, পুলিশের এমন কার্যক্রমে খুশি নগরবাসীও। পুরো নগরী ক্যামেরার আওতায় আনা হলে অপরাধ অনেকখানি কমে আসবে বলেও মনে করেন নগরবাসী।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে