আগামী ২০ মে’র মধ্যে পরিবহন খাতে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করতে মালিক-শ্রমিকদের কড়া নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকায় বিআরটিএ’র মনিটরিং টিমের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমি আশা করি মালিক-শ্রমিকরা জনস্বার্থের কথা বিবেচনা করে নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করবে। যদি কেউ এটা কার্যকর করতে গাফিলতি করে তাহলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ডিজেল চালিত পুনঃনির্ধারণ বাস ভাড়া কার্যকর করার জন্য চার দিন সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ মে থেকে তা কঠোরভাবে কার্যকর করা হবে। তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও বাস মালিকদের হুঁশিয়ার করে দেন তিনি।

মন্ত্রী বলেন, সঠিক বাস ভাড়া নেয়া হচ্ছে কি না পর্যবেক্ষণে কমিটি করা হয়েছে। ২০মের পর থেকে সড়কে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়। এতে অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম তিন টাকা কমিয়েছে সরকার। জ্বালানি তেলের এই মূল্য কমানোর ফলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সুপারিশের ভিত্তিতে গত ৩ মে ডিজেলে চালিত দূরপাল্লার পরিবহনের ভাড়া ৩ পয়সা কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকা ও আশপাশের কয়েকটি জেলা এবং চট্টগ্রাম মহানগরী ব্যতীত আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে পরিচালিত ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১ টাকা ৪২ পয়সা করা হলো। যা ১৫ মে থেকে কার্যকর করার নির্দেশ দেয়া ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে