দেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শন বগুড়ার ভাসু বিহার। প্রত্নতাত্ত্বিক খননে এখানে পাওয়া গেছে ইটের তৈরি প্রাচীন অবকাঠামোসহ নানা ধরনের নিদর্শন। এরমধ্যে বৌদ্ধস্তূপ আবিষ্কারকে উল্লেখযোগ্য সাফল্য মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্তত দেড় হাজার বছরের পুরোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বগুড়ার ভাসু বিহার। প্রাচীন ঐতিহ্যের সন্ধানে স্থাপনাটিতে খনন চলছে গত বছরের অক্টোবর মাস থেকে। অল্প খননেই পাওয়া গেছ বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ ও অলংকারিক ইটসহ নানা ধরনের প্রত্নতত্ত্বের নিদর্শন। আবিষ্কৃত হয়েছে পাল আমল দুটি আয়তক্ষেত্রাকার বৌদ্ধবিহার এবং একটি প্রায় ক্রুশাকৃতি মন্দির। এবারের খননে পাওয়া কিছু নিদর্শনকে ব্যতিক্রমী বলছেন খননকারীরা। এরমধ্যে বৌদ্ধস্তূপ আবিষ্কারকে উল্লেখযোগ্য সাফল্য মনে করছেন তারা।
পুরো দক্ষিণ এশিয়াতেই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত ভাসু বিহার। সাইটটির আকর্ষণ বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভ্রমণে কাহিনীতে ভাসু বিহারের উল্লেখ পাওয়া যায়। সাইটটিতে প্রথম খনন শুরু হয় ১৯৭৩ সালে। তখন পাওয়া যায় ব্রোঞ্জের মূর্তিসহ নানা নিদর্শন। পরে আবিষ্কার হয় পোড়া মাটির সিল, সিলিং ও পোড়া মাটির ফলক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ