রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হল ইউল্যাব ক্যরিয়ার ফেয়ার ২০১৮। বিগত বছরগুলোর ন্যায় এইবারও ইউল্যাব এই ক্যরিয়ার ফেস্টের আয়োজন করেছে। ফিতা কাটার মাধ্যমে ক্যারিয়ার ফেয়ারের শুভ সূচনা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যরিস্টার নিহাদ কবির (প্রেসিডেন্ট, এমসিসিআই), বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মি. মোসাররফ হোসেন (প্রেসিডেন্ট, এপিএফএইচআরএম, প্রতিষ্ঠাতা সভাপতি এফবিএইচআরও) এবং প্রফেসর ইমরান রাহমান (বিশেষ উপদেষ্টা ইউল্যব ট্রাষ্টি বোর্ড)।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগন ইউল্যাব ক্যরিয়ার ফেয়ার এর সার্বিক সাফল্য কামনা করেন এবং ইউল্যবকে এমন একটি সুন্দর ক্যরিয়ার ফেয়ার আয়োজন করার জন্য সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষার পাশাপাশি ক্যরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর এই ক্যারিয়ার গঠনের জন্য বিশ্ববিদ্যালয় একটি অনন্য মাধ্যম। একটি বিশ্ববিদ্যালয় শুধু মাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় এটি একটি শিক্ষার্থীর ভবিষ্যত গঠনের এমন একটি জায়গা যেখান থেকে একজন শিক্ষার্থী তার পথ চলার সব রসদ সংরক্ষন করতে পারে। অনুষ্ঠানে আগত বক্তারা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষারথীদের মাঝে তুলে ধরেন ।
আয়োজকরা ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠানকে বেশ কয়েকটি সেশনে ভাগ করেন। প্রথম সেশনে উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় এই ক্যারিয়ায় ফেস্ট এ অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিস্টহানের সেমিনার। দুপুর ১২ টা থেকে শুরু হয় গ্রামীন ফোনের আয়োজনে সেমিনার “ইউ ক্যান বি হোয়াটএভার ইউ ওয়ান্ট বি” । এরপর দুপুর ১.30 থেকে 2.৩০ পর্যন্ত চলে কোডার ট্রাস্টের আয়োজনে ডিজিটাল মার্কেটিং শীর্ষক সেমিনার। মধ্যাহ্ন ভোজের বিরতির পর শুরু বিএসএইচআরএম এর আয়োজনে “রিয়েলিটিস অব দ্য জব মার্কেট” শীর্ষক সেমিনার ।
সেমিনারের পাশাপাশি সকাল থেকে চলতে থাকে স্পট ইন্টারভিউ নামে আরেকটি সেশন।আগ্মেডিক্স , আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিস ,ডিজিকন টেকনোলোজিস লিমিটেড এবং ব্রাক আইটি সার্ভিস লিমিটেড এর সহযোগিতায় চলে এই স্পট ইন্টারভিউ। এতে আয়োজক প্রতিষ্ঠানগুলো ইন্টারভিউএর মাধ্যমে শিক্ষার্থীদের জব মার্কেটের প্রস্তুতির জন্য তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি স্পট ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি কোম্পানিতে যোগদানের সুযোগ দিচ্ছে।
ইউল্যব ক্যরিয়ার ফেয়ার ২০১৮ তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলোর ভিতর ছিল, বিকাশ , সাজিদা ফাউন্ডেশন, আকিজ গ্রুপ, আইপিডিসি ফাইনান্স, কোডারস ট্রাস্ট বাংলাদেশ, বিএসএইচআরএম, ওয়াল্টন, এলিট পেইন্ট, আগোরা, বিআইটিএস, কনফিডেন্স গ্রুপ, ব্র্যাক , ডিজিকন টেকনোলজি লিমিটেড, মিরপুর সিরামিক, খাদিম সিরামিক, আনোয়ার গ্রুপ, নাভানা গ্রুপ, আইসিডিডিআরবি, আগ্মেডিক্স, স্ট্যান্ডার্ড গ্রুপ, ইউনিট্রেড লিমিটেড।
উক্ত প্রতিষ্ঠান গুলর বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় শিক্ষার্থীরা খুব আগ্রহের সাথে এই ফেয়ারে অংশগ্রহন করছেন এবং তারা তাঁদের জীবন ব্রিতান্ত জমা দিচ্ছেন। ইউল্যাবের এমবিএ এর অধ্যায়নরত শিক্ষার্থী মৌ এক প্রশ্নের উত্তরে বিডি টাইমস নিউজকে জানান ক্যারিয়ার ফেয়ার তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে যা তাঁদের পরবর্তী সময়ের জন্য গুরুত্ব বহন করবে।
সারাদিন নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হল ইউল্যাব ক্যরিয়ার ফেয়ার। সমাপনী অনুষ্ঠানে ইউল্যাব ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক সবাইকে ক্যরিয়ার ফেয়ার ২০১৮ সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই রকম আরো অনুষ্ঠান আয়োজন করার আশাবাদ প্রকাশ করেন।
ছবিঃ সাদমান সৌমিক
আদনান সৌরভ ।। বিডি টাইমস নিউজ