বিজয়া দশমী আজ, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচদিনের উৎসব। এবার দোলায় চড়ে মর্ত্য ছেড়ে কৈলাশে ফিরে যাচ্ছেন দেবী।
মণ্ডপে মণ্ডপে নারীদের উপচেপড়া ভিড়। দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন করে একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন ভক্তরা। প্রথম প্রহরে শেষ হয় বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন। পরে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় সিঁদুর উৎসব।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশনসহ সারাদেশেই চলে এই আবির উৎসব। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে কৈলাসধামে আজই ফিরে যাচ্ছেন মা দুর্গা। তাই এত আনন্দের মাঝেও বেজে ওঠে বিষাদের সুর। বিজয়া দশমীর শোভাযাত্রা নিয়ে হচ্ছে প্রতিমা বিসর্জন। রাজধানীসহ সারা দেশে প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ