সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে তিরোধান দিবস পালন উপলক্ষে আখড়া বাড়িতে ২য় দিনের মত চলছে সাধু-ভক্তদের মিলন মেলা। ১৭’ই অক্টোবর তিরোধান দিবসের মূল আলোচনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুর রউফ, এমপি। এছাড়াও মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট লালন গবেষক অ্যাড. লালিম হক।
বাউল সম্রাট ফকির লালনে শাহ্’র ১২৮তম তিরোধান দিবস উপলক্ষ্যে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই শ্লেগানে ১৬’ই অক্টোবর সোমবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে চলছে তিন দিনব্যাপী আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও লালন মেলা। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ সত্য সু-পথের সন্ধানে মানবতার দীক্ষা নিতে ইতোমধ্যেই আত্মার টানে দেশ-বিদেশের সাধুগুরু ও ভক্তরা দলে দলে এসে আসন গেড়েছে সাঁইজির মাজারে। প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন,বাংলাদেশ বাঙ্গালি জাতীয়তাবাদের মূল ভিত্তি যারা গড়ে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন লালন সাইজি। তিনি বলেন কবি সাহিত্যিকরা রাজনীতির ধার ধারেন না তারপরেও রাজনীতির সাথে তাদের একটি অতোপ্রোত সম্পর্ক রয়েছে। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে কুষ্টিয়ার ইতিহাসের সকল খ্যাতিমান কবি সাহিত্যিক রাজনীতিবিদ, সাংবাদিক, গায়ক, আইনজীবীর নাম সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন বাউল গান এদেশের একটি সম্পদ। এই ভাবসঙ্গীতের যে ভক্ত সারা পৃথিবীতে বিরাজমান তার ব্যপকতা তিনি তুলে ধরেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করতে ও বাঙ্গালির মুক্তিযুদ্ধের চেতনাকে অনুপ্রানিত ও সজ্জীবিত করতে বাউল গানের অপরিসীম ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সোনার বাংলাকে যুদ্ধবাজ জঙ্গি-গোষ্ঠীর হাত থেকে মুক্ত করতে তিনি এই বাউল সাধকের গানকে হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক বাউল সম্রাট লালন শাহ মারা যান। লালন স্মরণ উৎসব ২০১৮ এর ২য় দিনের আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ও লালন একাডেমির সভাপতি মোঃ আসলাম হোসেন । তিনি লালন সাইজির ১২৮ তম তিরোধান দিবস অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং উৎসবের আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা পর্বে আরও বিশিষ্ট ব্যক্তি বর্গ লালনের দর্শন, তত্ত্ব এবং লালনের গানের বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছেন।
আলোচনা সভা শেষে লালন শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মনোমুগ্ধকর লালন সন্ধ্যা।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ