তীব্র গরমে যখন হাঁস-ফাঁস অবস্থা তখন কে না চায় একটু এসি রুমের ঠাণ্ডায় বসে ক্লান্তি দূর করতে । কিন্তু সাধ আর সাধ্যের সমন্বয়ের অভাবের কারনে অনেক সময় তা হয়ত হয়ে ওঠে না । কিন্তু তাই বলে কি গরমে আপনি একটু শীতলতার ছোঁয়া পাবেন না তা কি হয় ??জেনে নিন এসি না থাকলেও ঘর ঠান্ডা রাখবেন কীভাবে ??

পর্দা, ব্লাইন্ড: গরম কালে দিনের বেলা সব সময় ভারীপর্দা বা উইন্ডো ব্লাইন্ড টেনে রাখুন। এতে ঘরের তাপমাত্রা কিছুটা কম রাখতে পারবেন। দক্ষিণ ও পশ্চিম দিকে দেওয়ালে জানলা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন

দরজা: দিনের বেলা যদি ঘরের দরজা বন্ধ করে রাখেন তাহলে বাতাস চলাচল করতে পারবে না। এতে রাতেও ঘর গুমোট হয়ে থাকবে। দরজা খুলে রাখুন।

জানলা: পশ্চিম দিকের জানালা দিনে বন্ধ রাখুন। তবে রাতে শোওয়ার সময় সব জানলা খুলে শোন। এতে ঘরে হাওয়া চলাচল করবে।

বাথরুম, রান্নাঘর: বাথরুম, রান্নাঘরের এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে ভিতরের গুমোট, গরম বাতাস বেরিয়ে যাবে।

বরফ-পাখা: পাখার কোনাকুনি এক বাটি বরফ রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ঘরে ঠান্ডা বাতাস ভরে গেছে।

সুতির চাদর: গরম কালে বিছানায় সাদা বা হালকা রঙের সুতির চাদর পাতলে বিছানা ঠান্ডা থাকবে। নিয়মিত বদলান বেডকভার ও বেডশিট। এতে ঠান্ডা শুধু নয়, ফ্রেশও লাগবে।

ইনসুলেটেড ফিল্ম: জানলায় ইনসুলেটেড ফিল্ম বা ভাইন লাগিয়ে নিন। এতে রোদের তাপ থেকে রক্ষা পাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে