বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম।
দুপুরে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসা শুরু হয় বলে সাংবাদিকদের জানান নাজমুল করিম। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনও উপস্থিত ছিলেন। ডা. নাজমুল করিম জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে এনে গত ৬ অক্টোবর বিকেলে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। আদালতের নির্দেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত হয় মেডিকেল বোর্ড। হাসপাতালে ৬১১ নম্বর কেবিনে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ