বিভিন্ন কারণে মানুষের চোখের নিচে কালো দাগ পড়ে। বিশেষ করে দুশ্চিন্তা, রাতে কম ঘুম, অতিরিক্ত মেকাপে চোখের নিচে কালো দাগ পড়ে। জেনে নিন কীভাবে দুর করবেন চোখের নিচের কালো দাগ।
১. ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিণ টি-এর ব্যাগ রাখলে ভাল উপকার পাবেন।২. চোখের নিচে খোসাসহ আলু বেঁটে পেস্ট করে ব্যবহার করুন। সপ্তাহে তিন চার দিন ব্যবহার করলে ফল পাবেন।
৩. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে।৪. পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন।
৫. দুইটি চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালো দাগ দূর করে।৬. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।
অনলাইন ডেস্ক








