বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আঁকা  বিভিন্ন চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমির আয়োজিত আর্টিস্ট ক্যাম্পে অংশ নেয়া শিল্পীদের চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশ ও স্বাধীনতা- কোন কিছুই চিন্তা করা যায় না।

‘৭ই মার্চের ভাষণ-বাঙালির স্বাধীনতার মাইলফলক ও বঙ্গবন্ধু এবং স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে রাজধানীর শিল্পকলা একাডমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। স্থান পেয়েছে বিভিন্ন অবয়বে আঁকা জাতির পিতার ছবি। কোনটাতে হাস্যজ্জ্বল, গম্ভীর ও চিন্তামগ্ন। শিল্পীরা মানসপটে থাকা কল্পনা থেকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টার ছবি।

প্রবীণ ও নবীন শিল্পীরা বলেন, ছবিগুলো বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রতীক।এরআগে আলোচনা পর্বে বক্তারা বঙ্গবন্ধুর শিল্পভাবনার উপর নানা আলোকপাত করেন। স্মৃতিচারণ করেন    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দূরদৃষ্টিসম্পন্ন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে শুরুতেই শিল্পকে প্রাধান্য দিয়েছিলেন।

খ্যাতিমান প্রবীণ ও নবীন প্রায় ১০০ জন শিল্পী অংশ নেন শিল্পকলার দু’দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্পে। যেখানে ৭ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের ছবি আঁকা হয়। সেখান থেকে ৮০টি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে গ্যালারি। প্রদর্শনী চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

বৈশাখী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে