ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে উপচেপড়া ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়েছেন রাত থেকে। ১৭ আগস্টের টিকিটের চাহিদা বেশি থাকায় অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। চট্টগ্রাম রেলস্টেশনেও দেখা গেছে দীর্ঘ সারি। ট্রেনের আগাম টিকিট দেয়া হবে রোববার পর্যন্ত।

কমলাপুর রেলস্টেশনে রাত থেকেই ছিলো হাজারো মানুষের অপেক্ষা। ভোর না হতেই দীর্ঘ হতে থাকে লাইন।সকালেই নির্ধারিত টিকিটের তুলনায় প্রায় ২-৩ গুণ বেড়ে যায় টিকিটপ্রত্যাশীর সংখ্যা। ফলে, হতাশ হয়েই ফিরতে হয়েছে অনেককে।২৬টি কাউন্টার থেকে দেয়া হয় টিকিট। নারীদের জন্য সংরক্ষিত কাউন্টার মাত্র একটি। একজন টিকিট কিনতে পারছেন সর্বোচ্চ ৪টি। ফেরত নেয়া হচ্ছে না বিক্রিত টিকিট।চট্টগ্রামেও চলছে আগাম টিকিট বিক্রি। বেশ ভিড়ও দেখা গেছে বন্দরনগরীর রেলস্টেশনে।

১৫ আগস্ট থেকে দেয়া হবে ফিরতি টিকিট। ঈদে বিভিন্ন রুটে প্রতিদিন চলবে ৯ জোড়া বিশেষ ট্রেন। রেল কর্তৃপক্ষ বলছে, এবারের ঈদযাত্রায় দিনে চলাচল করবে প্রায় ৩ লাখ যাত্রী।

অনলাইন নিউজ /ইন্ডি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে