ঢাকা, ১২ জুন ২০২৫ – প্রকৃতির মাঝে পরিবেশ শিক্ষা, সচেতনতা ও সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (NSSB) আয়োজন করেছিল এক বিশেষ নেচার ফিল্ড ওয়াক, রাজধানীর কাছাকাছি সবুজে ঘেরা জিন্দা পার্কে। অর্ধ-দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় প্রকৃতিপ্রেমী তরুণ, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা—যারা হাতে-কলমে প্রকৃতি চেনার এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ হন।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল জীববৈচিত্র্য, পরিবেশগত সচেতনতা এবং টেকসই জীবনের গুরুত্ব সরাসরি প্রকৃতির সঙ্গে সংযোগের মাধ্যমে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া। প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে শেখা, প্রশ্ন করা এবং প্রকৃতিকে অনুভব করাই ছিল এই আয়োজনের মূলমন্ত্র।
NSSB-এর চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া বলেন, এই ধরনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তরুণ প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলে। শুধু পাঠ্যপুস্তকের মধ্যে নয়, প্রকৃতিকে বুঝতে হলে প্রকৃতির কাছেই যেতে হবে।
ফিল্ড ওয়াকের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা পার্কজুড়ে ঘুরে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন প্রজাতি চিহ্নিত করা, জীববৈচিত্র্যের আন্তঃসম্পর্ক পর্যবেক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে মুক্ত আলোচনা করেন। NSSB-এর অভিজ্ঞ পরিবেশবিদ ও প্রশিক্ষকেরা দিনটি করে তোলেন জ্ঞান ও অনুপ্রেরণায় পরিপূর্ণ।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, যা তাদের আগ্রহ, অংশগ্রহণ এবং পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে কাজ করবে।
পরিবেশ শিক্ষা, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রকৃতিপ্রেমী ও টেকসই সমাজ গড়ে তুলতে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (NSSB) কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। নেচার ফিল্ড ওয়াক ছিল সেই ধারাবাহিক উদ্যোগের একটি প্রাণবন্ত উদাহরণ।

ভবিষ্যৎ আয়োজন ও বিস্তারিত জানতে ভিজিট করুন: 🌐 www.naturestudysociety.org


























