জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার লন্ডন থেকে ‘আমরা বিএনপি পরিবারের’ অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এ দাবি জানান। বলেন, জুলাই গণহত্যার দায় এড়াতে পারেন না শেখ হাসিনা। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
৯ বছর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
বুধবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরসহ জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি জানান তিনি।
তারেক রহমান বলেন, শহীদদের আত্মাহুতির মর্যাদা দিতে হলে বাংলাদেশকে সামনের দিনে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এসময়, জনগণের শাসন প্রতিষ্ঠাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
কিছু মানুষ ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।