বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ অদ্য ১৪/০১/২০২৫ খ্রিঃ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন উপদেষ্টা জনাব ড. আসিফ নজরুল-এর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বর্তমান বার কাউন্সিলের বিদ্যমান অবস্থা এবং আইনজীবীদের কল্যাণে করণীয় বিষয় আলোচনা করেন। আইনজীবী নেতৃবৃন্দ উল্লেখ করেন, অবিলম্বে দেশের আইনজীবীদের সামগ্রিক কল্যাণের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আইন উপদেষ্টা তাঁর বক্তব্যে বার কাউন্সিল নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং আইনজীবী সমাজের কল্যাণের জন্যে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বার কাউন্সিলের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের মাননীয় এটর্নী জেনারেল সিনিয়র এডভোকেট মোঃ আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল), ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ,এস,এম বদরুল আনোয়ার, ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান কাজী এনায়েত হোসেন, হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট এ.এম. মাহবুব উদ্দিন খোকন, হাউজ কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, রিলিফ কমিটির চেয়ারম্যান শফিকুল ইসলাম (টুকু), রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান মোঃ মাইনুল আহসান, কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান আবদুল বাকী, বার কাউন্সিলের সম্মানিত সদস্য সিনিয়র এডভোকেট শাহ মোঃ খসরুজ্জামান, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ আবদুল মতিন এবং বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে