বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের প্রয়োজন।
আজ শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরামসহ তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, প্রয়োজনে আরো কিছু যুক্ত করতে হবে।
নতুন বাংলাদেশে যেসব পরিবর্তন আনা প্রয়োজন, তা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে করতে হবে বলেও জানান তিনি।