বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে খোলাবাজারে প্রতি ইউনিট গ্যাস আমদানিতে খরচ হচ্ছে ৯ ডলারের কিছু বেশি যা আমাদের জন্য সাশ্রয়ী। আজ বুধবার(৭’ই ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি হিসেবে দুই প্রক্রিয়ায় গ্যাস আমদানি করা হয়। মোট চাহিদার ৪০ কেনা হয় খোলাবাজার থেকে। বাকি ৬০ ভাগ কেনা হয় দীর্ঘমেয়াদি চুক্তিতর আওতায়। প্রতিমন্ত্রী বলেন, আসছে গরমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস মিলেছে। এছাড়া কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের জন্য কমপ্রেসার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি।