অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এর আগে, রোববার (১৭ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৪ রানে জিসান আলমকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন শিবলি ও রিজওয়ান। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ১২৫ রান। এরপর আরিফুল ইসলামের সঙ্গে আশিকুরের আরেকটি হাফসেঞ্চুরির জুটি হলে দুইশ অতিক্রম করে বাংলাদেশের স্কোর।
ফিফটি হাঁকিয়ে এর পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন আরিফুল। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব দুজনেই অল্প সময়ের ব্যবধানে আউট হলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের যুবারা। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করেন তিনি। বাংলাদেশও তাতে পায় ২৮২ রানের পুঁজি।