মালদ্বীপ থেকে সৈন্য সরিয়ে নিতে ভারত রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু। রোববার (৩ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মুইজ্জু। এরপরই তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের
গত সেপ্টেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন মুইজ্জু। নির্বাচনী প্রচারণায় তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার দেশে প্রায় ৭৫ জন ভারতীয় সৈন্য কাজ করছে। মুইজ্জু বলেন, ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, তারা তাদের সৈন্য ফিরিয়ে নিতে রাজি হয়েছে। সৈন্য ফিরিয়ে নেওয়ার জন্য দুই দেশই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীনপন্থি মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় সৈন্য সরাতে তৎপরত হয়ে ওঠেন।
মালদ্বীপে যেসব ভারতীয় সেনা রয়েছে তারা মূলত দুটি হেলিকপ্টার ও একটি ডোরনিয়ার বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। এ দুটি হেলিকপ্টার ও বিমান মালদ্বীপকে ভারত উপহার হিসেবে দিয়েছে।