ফেনীতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে হুন্ডি বাণিজ্য। পাল্লা দিয়ে বাড়ছে বৈদেশিক মুদ্রার অবৈধ ব্যবসাও। অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে শনাক্ত হয়েছে ১৬ ব্যবসায়ী। জেলা প্রশাসন বলছে, অবৈধ বাণিজ্য বন্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফেনী জেলার দুই লাখেরও বেশি মানুষ প্রবাসে থাকেন। গত এক বছরে এ জেলায় বৈধপথে রেমিট্যান্স এসেছে ৬ হাজার ১শ ৭৩ কোটি ৩২ লাখ টাকা। তবে অবৈধ পথে এ লেনদেন প্রায় পাঁচ গুণের বেশি। হুন্ডির পরিমাণ বাড়ায় এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে ১৬ অবৈধ হুন্ডি ব্যবসায়ীকে শনাক্ত করা হয়েছে।

ফেনীর সিআইডি বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ১৬ জন অবৈধ হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সিআইডি। আরও অনেকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার।

হুন্ডির পাশাপাশি ফেনী জেলায় বৈদেশিক মুদ্রা লেনদেনে অবৈধ প্রতিষ্ঠানের সংখ্যা ১২। অবৈধ মানি এক্সচেঞ্জই বৈদেশিক মুদ্রার বাজার কব্জা করেছে। এতে গ্রাহকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। সরকারও হারাচ্ছে রাজস্ব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে