কক্সবাজারের টেকনাফের শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যার ৩ বছর পূর্ণ হলো আজ। এই হত্যাকাণ্ডটি দেশের আলোচিত ঘটনা।ইতোমধ্যে সিনহা মামলার রায়ে দুই জনের ফাঁসি এবং ছয়জনের যাবজ্জীবন দণ্ডের আদেশ হয়েছে।মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসী জানিয়েছেন, এই মামলার রায় দ্রুত কার্যকর করা হোক। হাইকোর্টেও এই রায় বহাল থাকবে এই আশা তার।
আজকের এই দিনে অর্থাৎ গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। ঘটনার পরপরই এঘটনা আড়াল করতে পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করেছিল। ঘটনার ৪দিন পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
মামলা কক্সবাজার র্যাব-১৫ তদন্তের দায়িত্বপান। র্যাবের তদন্ত কর্মকর্তা মো: খাইরুল ইসলাম এ মামলায় চার মাসের বেশি সময় তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ৮৩ জন সাক্ষীসহ অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ১৫ জনকে আসামি করে দায়ের করা অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক