কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া জেলা দল। এ জয়ে আমরা কুষ্টিয়াবাসী আনন্দিত এবং গর্বিত। তিনি বলেন, কুষ্টিয়া জেলা ভলিবল দলের পাশাপাশি প্রতিটি ইভেন্টে কুষ্টিয়া জেলা দল জয়ের ধারা অব্যাহত রাখবে এ প্রত্যাশা করি। কুষ্টিয়া জেলা ভলিবল দলের খেলোয়াড়সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, আপনারা আরও এগিয়ে যান, আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা ২০২২-২৩ (১৯তম পুরুষ) বাংলাদেশ চ্যাম্পিয়ন কুষ্টিয়া জেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ এহেতেশাম রেজা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ.এইচ. এম আবদুর রকিব। এসময় মে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জর্জ কোর্টের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মকবুল হোসেন লাবলু। অনুষ্ঠান স ালনা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রঞ্জু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাড. মোসাদ্দেক আলী মণি, কার্যনির্বাহী সদস্য ও ভলিবল উপ-পর্ষদের সভাপতি শামছুদ্দিন বিশ^াস সামু এবং কার্যনির্বাহী সদস্য ও ভলিবল উপ-পর্ষদের সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল), কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নাজার, খোকন সিরাজুল ইসলাম, আলমগীর কবির হেলাল, আতাউর রহমান মিঠু, আফরোজা আক্তার ডিউ, হাবিবুর রহমান বাপ্পী, কাজী এমদাদুল বাশার রিপন, সাব্বির মোঃ কাদেরী সবু ও জাহাঙ্গীর হোসেন। সংবর্ধনা অনুষ্ঠান পূর্বে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা হতে দু’টি পিকআপ যোগে বাদ্যযন্ত্রের তালে-তালে সংবর্ধিত খেলায়াড়দের সাথে নিয়ে কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
কুষ্টিয়া জেলা ভলিবল দলের সংবর্ধিত খেলোয়াড়রা হলেন- রনি (দেশ সেরা সেটার), মাজাহার (অধিনায়ক), আব্দুল্লাহ, মিলন, অন্তর, সেলিম, রাকিব, সোহাগ, শিলন, লিখন, রহিম ও মাহফুজ। এছাড়াও রেজাউল করিম আরজু (কোচ) এবং আনিসুর রহমান (টিম ম্যানেজার)।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ