নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্ত: প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৫নং গাংগাইল ইউনিয়নের ৪৩নং নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলের মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শিক্ষক শামছুল ইসলামের ক্রীড়া পরিচালনায় নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপ ট্রফি অর্জন করে, পাশাপাশি বালিকা দল রানার্সআপ ট্রফি অর্জন করেছে। অপরদিকে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ চ্যাম্পির্য়নশীপ ট্রফি অর্জন করে এবং বালক দল রানার্সআপ ট্রফি অর্জন করে। বর্তমানে দুটি বিজয়ী দল উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংগাইল ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার, নান্দাইল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সাংবাদিক মো. শফিকুল ইসলাম রিপন, প্রধান শিক্ষক আনোয়ারুল হক, তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল ইসলাম মানিক, আব্দুর রাজ্জাক রাজীব, সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম রতন, শফিকুল ইসলাম কিরন,পারভীন আক্তার প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়নশীপ ও রানার্সআপ অর্জনকারী দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে