পবিত্র ঈদ-উল-ফিতর বাংলাদেশ ব্যাংক আগামী ৩রা জুন থেকে বাজারে নতুন নোট ছাড়বে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিতরণ করা হবে। রবিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যাতীত অন্যান্য দিনগুলোতে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া ঢাকা শহরের ২০টি বাণিজ্যিক ব্যাংক থেকেও নতুন নোট দেয়া হবে। এবারে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় হবে। নতুন নোট দেয়া হবে ১৪ই জুন পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়ে একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট নিতে পারবেন না। তবে নোট তোলার সময়ে কাউন্টার থেকে যে কোনো মূল্যমানের ধাতব কয়েনও সংগ্রহ করতে পারবেন।
অনলাইন ডেস্ক