পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি খরচে উড়োজাহাজের প্রথম শ্রেনিতে বিদেশ যাত্রা স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এ’সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন বলে নিশ্চিত করেছেন তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা।

ইমরুল কায়েস বলেন, কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক ও ডলার সংকটের মধ্যে এরআগে গতবছরের ৯’ই নভেম্বর সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলো অর্থ মন্ত্রণালয়। সে সময় প্রকাশিত এক পরিপত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় মন্ত্রণালয়, বিভাগ, অন্যান্য প্রতিষ্ঠান এবং আওতাধীন অধিদপ্তর পরিদপ্তর, দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের সব পর্যায়ের কর্মকর্তাদের সব ধরণের বিদেশ ভ্রমণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিসমূহের নিজস্ব অর্থায়নে সব ধরণের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছিলো পরিপত্রে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে