চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে চিঠি লিখে তার জবাব পেল বাংলাদেশি শিশু আলিফা চীন। দেশটির মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখেছিলেন শিশু আলিফা। সম্প্রতি সেই চিঠির জবাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার চিঠিতে আলিফাকে পড়াশোনায় উৎসাহ জুগিয়ে লিখেছেন, আলিফা বড় হয়ে বাংলাদেশ-চীনের বন্ধুত্বের বার্তাবাহক হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করায় এবং চীনের মেডিকেল কলেজে পড়াশোনা শেষে চীনা মায়েদের সেবার করা যে ইচ্ছা পোষণ করেছে তাতে তিনি খুবই আনন্দিত। তার লেখাপড়া, স্বপ্ন অনুসরণ করা এবং চীন ও বাংলাদেশের বন্ধুত্বের উত্তরাধিকার হতে উত্সাহিত করেছেন সি চিন পিং। জবাবি চিঠিতে সি চিন পিং বলেছেন, চীনের অভিজ্ঞতা চীন-বাংলাদেশের বন্ধুত্বের প্রাণবন্ত প্রতিফলন। চীন ও বাংলাদেশের জনগণ প্রাচীনকাল থেকেই ভালো প্রতিবেশী ও বন্ধু, দু’দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময়ের হাজার বছরের ইতিহাস রয়েছে। ছয় শতাধিক বছর আগে চীনের মিং রাজবংশের নৌ-কমান্ডার চেং হ্য জাহাজে করে দু’বার বাংলাদেশ সফর করেছিলেন এবং দু’দেশের জনগণের মনে বন্ধুত্বের বীজ বপন করেছিলেন। এত বছর পর চীনা নৌবাহিনীর ‘পিস আর্ক’ ভাসমান হসপিটাল চট্টগ্রামে আলিফা চীনের মা’র নির্বিঘ্নে সন্তান জন্মদানে সাহায্য করে; যা চীন-বাংলাদেশের বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করেছে।

আলিফা চীন বড় হওয়ার পর চীন-বাংলাদেশের বন্ধুত্বের দূত হতে চায়। ভবিষ্যতে সে চীনেও আসতে চায়, তার জীবন বাঁচানো ‘চীনা মা’র মত চিকিত্সা শিখতে চায়। এটা জেনে সি চিন পিং খুব খুশি হয়েছেন। তিনি আশা করেন, চীনে কঠোর অধ্যয়ন করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, পরিবার, সমাজ ও নিজের দেশকে প্রতিদান দিতে পারবে। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে তিনি চীনের সুস্বাস্থ্য, পারিবারিক সুখ ও শিক্ষাগত অগ্রগতি কামনা করেন।

আলিফা চীন ২০১০ সালে জন্মগ্রহণ করে। তার মা মারাত্মক হৃদরোগ ও প্রসূতি বিষয়ে মৃত্যুপথযাত্রী হয়ে পড়েছিল। তখন চীনের নৌবাহিনীর হসপিটাল হাজাজ ‘পিস আর্ক’ বাংলাদেশের চট্টগ্রামে সফর করেছিল, সাহায্যের ডাক পেয়ে চীনা ডাক্তার স্থানীয় হাসপাতালে গিয়ে তার জন্য অপারেশনের ব্যবস্থা করে। অবশেষে মা ও মেয়ের বিপদ কেটে যায়, নিরাপদে সন্তান জন্ম দেন তিনি। জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা হিসেবে মেয়ের বাবা তার নাম রাখে ‘চীন’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে