নিজস্ব প্রতিবেদক, মশিউর আনন্দ।। নারী জাগরনের অগ্রদূত, বিশিষ্ট নারী ব্যক্তিত্ব জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নূর-উন নাহার মেরীকে সমাজ সংস্কারে বলিষ্ঠ ভূমিকায় রাখার বিশেষ অবদানের জন্য ‘ভিন্নমাত্রা মিডিয়া ভিশন জুরিবোর্ড’ কর্তৃক মনোনীত ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়। ‘ভিন্ন মাত্রা মিডিয়া ভিশন’ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গেল ১৩’ই মে ঢাকার উত্তরায় ‘হোয়াইট হলে’।
জাগো নারী ফউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু মহিলা পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক নূর-উন নাহার মেরীর দেশে-বিদেশে অসংখ্য সফলতা ও অর্জন রয়েছে। ১৯৮১ সনে আগষ্ট মাসে শ্রমিক নেত্রী হিসাবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘হিউম্যান রিসোর্সেস ইউটিলাইজেশন এন্ড ডেভেলপমেন্ট’-বিষয়ের উপর নিউইয়র্কের কর্ণেল ইউনিভার্সিটি থেকে হায়ার লেবার লীডারশীপের (ট্রেড ইউনিয়ন ডিপ্লোমা) উপর উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশনে সহকারী মহাব্যবস্হাপক পদে চাকুরী থাকা অবস্থায় ২০০৩ সালে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তাঁকে স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে Letter of Achievement প্রাপ্ত হন। কোর্স সমাপ্তির পর ভয়েস অব আমেরিকার প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্ব জনাব ইকবাল বাহার চৌধুরী কর্তৃক একটি দীর্ঘ্য সাক্ষাৎকার গৃহীত হয়। যেখানে বাংলাদেশের নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবন প্রবাহ নিয়ে বিশ্লেষণাত্মক আলাপচারিতা হয়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়ের ওসলো ইউনির্ভার্সিটি ও নরোয়েজিয়েন শিপিং একাডেমীর যৌথ ব্যবস্থাপনায় ১৯৯০ সনে ‘শিপিং ম্যানেজমেন্টে’ স্নাতক ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে নূর-উন-নাহার মেরী ইউরোপ পাড়ি জমান। ১৯৯০ সালে নরওয়ের ওসলো বিশ্ববিদ্যালয়ে বেসিক কোর্স শুরু হওয়ার পূর্বে ১৫’দিনের অরিয়েন্টেশন প্রোগ্রামের শেষ দিনে পৃথিবীর বিভীন্ন দেশ থেকে প্রায় ৬০ জন অংশগ্রহণ করে। তাঁদের মধ্যে শুধুমাত্র একজনকে বক্তব্য রাখার সুযোগ প্রদান হয়। কে বক্তব্য রাখতে আগ্রহী তাকে হাত তুলতে বলা হয়।ঘোষণা প্রদানের সাথে সাথে বিদ্যুৎ গতিতে প্রথমেই হাত উচুঁ করে সম্মতি জ্ঞাপন করেন এবং একমাত্র বক্তা হিসেবে কথা বলার সুযোগ পান। নূর-উন-নাহার মেরীর জীবনে রয়েছে বিচিত্র ঘটনাপ্রবাহ।
‘ভিন্নমাত্রা মিডিয়া ভিশন’ তাঁর সমাজসেবা সমাজসংস্কার ও নারী জাগরণের বহুমুখী কর্মযজ্ঞ্য অর্থাৎ সমাজের নির্যাতিতা , নিপীড়িত অবহেলিত ও সুবিধা বঞ্চিতা নারীদের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম বিষয়াদি সুক্ষ্ম বিশ্লেষণ করে তাঁকে গুণিজন নির্বাচিত করা হয় এবং ‘ভিন্নমাত্রা মিডিয়া ভিশন’-এর পক্ষ্য হতে সনদ প্রদান করা হয়। নূর-উন-নাহার মেরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন (চিকিৎসাধীন)।
নূর-উন নাহার মেরীর অবর্তমানে তাঁর স্বামী সৃজনী ডেভেলপার’স কোম্পানি লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মো.আব্দুস সোবহান অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। নূর-উন নাহার মেরী সুদূর আমেরিকা থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তির পর তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। বক্তব্যে উনি বলেছেন “ভৌগলিক ভাবে যদিও আমি অনেক দূরত্বে অবস্থান করছি কিন্তু আত্মিক ভাবে এই মুহূর্তে আমি আপনাদের সকলের মাঝে আমার অস্তিত্বকে অনুভব করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী আলহাজ্ব নাজিম উদ্দিন আল-আজাদ। সভাপতিত্ব করেন মাসিক ভিন্নমাত্রার উপদেষ্টা প্রফেসর ড. এমদাদ খান, স্বাগত বক্তব্য রাখেন ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী বিশিষ্ট কবি, শিশু সাহিত্যক ও মানবাধিকার কর্মী মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মুহিবুল্লাহ শাহিন।