আগামী যুব বিশ্বকাপের জন্যও প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে আকবর আলীদের মতো নিজেদের সেভাবে প্রস্তুত করতে পারেনি তারা। এখন পর্যন্ত যে কয়টি সিরিজ খেলেছে, তাতে সাফল্য বলতে আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়। অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে ২০২০ সালে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ দল। যুবাটাইগারা ওই আসরটি মাতিয়ে ছিল নিজেদের সর্বোচ্চ দিয়ে। কারণ বিশ্বকাপ মঞ্চে নামার দেড় বছর আগে থেকে খুব ভালোভাবে প্রস্তুত হয়েছিলেন আকবর আলীরা। সেসময় দেশে-বিদেশে বেশ কিছু দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজও খেলে যুবারা। বর্তমানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হোম সিরিজে খুবই খারাপ খেলছে যুবা টাইগাররা।
চট্টগ্রামে অনুষ্ঠিত চার দিনের ম্যাচে বাজেভাবে হেরেছে। আশা করা হচ্ছে, পরের ম্যাচগুলোতে লড়াই করে ঘুরে দাঁড়াবে আগামীর সাকিব-তামিমরা। কারণ, এই সিরিজে ক্রিকেটারদের প্রমাণ করার একটা ব্যাপার রয়েছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই ২০২৪ সালের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি ঠিক করে ফেলবেন কোচ স্টুয়ার্ট ল। এদিকে আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের যে ওয়ানডে সিরিজ হবে ঘরের মাঠে, সেখানে খেলার কৌশল গুরুত্ব পাবে বেশি। অর্থাৎ দল সমন্বয় করাই হবে কোচের মূল পরিকল্পনা। আগামী ৩ জুলাই বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রোটিয়া যুবারা বাংলাদেশের কন্ডিশনে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে। কারণ, আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এশিয়ার কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশে খেলতে আসা।
বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আরও একটি সিরিজ খেলার সুযোগ পাবে, সেটি ত্রিদেশীয়। অক্টোবর-নভেম্বরে তিন জাতির সে টুর্নামেন্টটি হোম না অ্যাওয়ে হবে, তা এখনও ঠিক হয়নি।