বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, এত গ্যাসের মজুতের পরও কেন রপ্তানি করা সম্ভব হচ্ছে না, সেটি ভাববার বিষয়। শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনের এটিএম শামসুল হক হলে ‘জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন’ শীর্ষক নাগরিক সভায় এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, দেশে যে পরিমাণ গ্যাসের মজুত আছে তাতে অনায়াসে রপ্তানি করা সম্ভব। এর জন্য যথাযথ উদ্যোগ নেয়া প্রয়োজন। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি সোর্স থাকা সত্ত্বেও আমরা সব জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে ফেলেছি। সেসব সোর্সকে কাজে লাগিয়ে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যেতে পারে। বেশ কয়েক বছর আগে দেশের ভৌগোলিক অবস্থানে সমুদ্রসীমা বৃদ্ধি পেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এর ফলে গ্যাসক্ষেত্র বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এখনও সেটি করা সম্ভব হয়নি। সরকার বেশ কয়েকটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসক্ষেত্র বের হলেও কেন আমরা তা ব্যবহার করতে পারছি না, সেটি যাচাই করা প্রয়োজন। এত গ্যাসক্ষেত্র থাকার পরও গ্যাসের জন্য যেখানে মূল্য দিতে হতো ১ টাকা, সেখানে দিতে হচ্ছে ৮৩ টাকা। এ বিশাল দামের দায়ভার সাধারণ জনগণের ওপরেই পড়ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিজ ও ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক বদরুল ইমাম, অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার দাস, নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল প্রমুখ।














