পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে আবারো রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী নানা শ্রেণি পেশার মানুষ। আজ (মঙ্গলবার) কমলাপুর রেলস্টেশনে রাজধানী ফেরত মানুষের ভিড় দেখা গেছে। ভোগান্তি ছাড়াই পৌঁছাতে পেরে খুশি তারা। এদিকে, বাস টার্মিনালগুলোতেও ভিড় ছিল ঢাকায় ফেরা যাত্রিদের। অন্যদিকে, সড়ক-মহাসড়কে যানজট না থাকলেও বাড়ছে গাড়ির চাপ।

রোববার সরকারি ছুটি শেষ, তবে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করে এখনো রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সরকারি-বেসরকারি অফিসগুলো খুলেছে সোমবার। আজও (মঙ্গলবার) রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়।

কমলাপুর রেলস্টেশনে শিডিউল মেনেই বিভিন্ন গন্তব্য থেকে নির্ধারিত সময়ে ট্রেন আসছে। স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা। ভিড় না থাকায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির ছাপ। প্রিয়জনের সঙ্গে আনন্দে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরলেন তারা। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও একই চিত্র। সেখানেও ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় ছিলো। তবে অনেকে পরিবারের সদস্যদের বাড়িতে রেখে শুধু নিজে ফিরেছেন, কাজে যোগ দিতে। ঈদের পর ফাঁকা সড়ক-মহাসড়কে আবারো বেড়েছে যানবাহনের চাপ। তবে কোথাও যানজট নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে