
ছায়াতেও মিলছে না খুব একটা স্বস্তি। অসহনীয় দাবদাহে পুড়ছে নগর, অস্বস্তিতে নাগরিক। সবখানেই হাঁসফাঁস তবে কষ্টটা একটু বেশিই খেটে খাওয়া মানুষের। তীব্র গরম থেকে শিগগিরই মিলছে না মুক্তি বরং আরও বাড়তে পারে তাপমাত্রা। গরমের নাভিশ্বাসে তৃষ্ণার্ত পাখি খুঁজে নিয়েছে জলাশয়। আর মানুষ চাতক চোখে তাকিয়ে মুষলধারে বৃষ্টির তীব্র আকাংখায়। শরীরই যদি না টানে, প্যাডেল টানবে কী করে? খরতাপে ক্লান্ত শরীর তাই একটু জিরিয়ে নেয়া। গত ক’দিন ধরেই আকাশজুড়ে চৈত্রের চোখরাঙানি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আপাতত কমবে না তাপমাত্রা বরং বাড়তে পারে আরও। ১৬’ই এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা আছে তবে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস ২৪’শে এপ্রিল হতে পারে কালবৈশাখী। এদিকে বুধবার (১২ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাজারহাটে সর্বনিম্ন ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শেষদিকে তাপমাত্রা ৪১’ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। গত ১০’ই এপ্রিল থেকে পরবর্তী ৭ দিন সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।















