এয়ারলাইন্স ও হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের কর্ণধারদের সংগঠন-এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার (০৭ মার্চ) এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন কমিটি। নতুন কমিটিতে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য সভাপতি পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও মহাসচিব পদে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান আবারও দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির বিবিধ দায়িত্ব এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, ব্লু ফ্লাইং অ্যাকাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, বিআরবি এয়ার লিমিটেডের পারভেজ রহমান এবং গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমির মোহাম্মদ ইউনুছ।

দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি। এরপর থেকে এভিয়েশন খাতের উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ বাস্তবায়ন করে আসছেন সংগঠনটির নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে