রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাবে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে তিনতলা ভবনের একাংশ, ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে ৭’জনকে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন দগ্ধ আরও ৬’জন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে