
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত ২৫ জন। ধারনা করা হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার(৪’ঠা মার্চ) বিকেল পাঁচটার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে।ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে থাকায় এখন উদ্ধার কাজ চলছে। নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। আরেকজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০। বাকিদের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকেল সাড়ে পাঁচটার পর ওই অক্সিজেন প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, নিহত দুই জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আহত অবস্থায় অন্তত ১০ জনকে আনা হয়েছে। আহত আরও কয়েজন হাসপাতালের পথে। তাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছে বলেও জানা গেছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।














